ঢাকায় বিএনপির নেতৃত্বে কাইয়ুম-আহসান, সোহেল-বাশার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর বিএনপির (উত্তর ও দক্ষিণ) কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আংশিক এ কমিটির অনুমোদন দেন। ঢাকা মহানগর উত্তর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক হয়েছেন আহসান উল্লাহ হাসান।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে সভাপতি ও আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন করা হয়েছে।
রাত ১২টায় গণমাধ্যমে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বার্তা পাঠিয়ে এ তথ্য জানান।

একমাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানানো হয়।