অনলাইন ডেস্ক : তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার (১৩ নভেম্বর) সকালে দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সূচি অনুযায়ী আগামী ১৬ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল পাকিস্তান দলের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ায় তিনদিন আগেই দুবাই থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় এসেছে দলটির সদস্যরা।
আগামী শুক্রবার (১৯ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হবে। পরের দুই ম্যাচ ২০ ও ২২ নভেম্বর। এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। আর ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।
আগের সূচি অনুযায়ী, বিশ্বকাপ খেলে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান দলের। যদি তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে যেত তাহলে আগামী ১৪ নভেম্বর ফাইনাল খেলতে হতো তাদের। সেক্ষেত্রে তাদের আসতে আরও চার দিন দেরি হতো।