একাত্তরলাইভডেস্ক: ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৫৫ লাখ মানুষের পাবলিক টয়লেট ব্যবহারের চাহিদা রয়েছে। কিন্তু পাবলিক টয়লেট আছে মাত্র ৬৯টি। এর মধ্যে ২২টি ব্যবহারের অনুপযোগী।সোমবার ডেইলি স্টার ভবনে রাজধানীর মোবাইল টয়লেট সেবা সম্পর্কে মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরা হয়।অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস (আরবান) এবং ওয়াটার এইড এ মতবিনিময় সভার আয়োজন করে।মোবাইল টয়লেট ব্যবহার সংক্রান্ত প্রকল্পের কো-অর্ডিনেটর শহীদ উল্লাহ মজুমদার বলেন, চাহিদার তুলনায় ঢাকা শহরে পাবলিক টয়লেটের সংখ্যা নিতান্তই অপ্রতুল। টয়লেটগুলো অস্বাস্থ্যকর এবং নারী ও প্রতিবন্ধী মানুষের ব্যবহারের উপযোগী নয়। ফলে বাধ্য হয়ে মানুষ যেখানে-সেখানে মলমূত্র ত্যাগ করছে। এটা একদিকে যেমন লজ্জাজনক, অন্যদিকে তা পরিবেশকে দূষিত করছে।সভায় ঢাকা মহানগরীর পাবলিক টয়লেটের দৈনিক চাহিদা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। বলা হয়, পাবলিক টয়লেটের দৈনিক চাহিদার মধ্যে ভাসমান জনসংখ্যা ৫০ হাজার, রিকশাচালক ১০ লাখ, অন্যান্য জীবিকার মানুষ ১০ লাখ, পথচারী (নিয়মিত) ২০ লাখ, পথচারী (বহিরাগত) ১০ লাখ।সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, পাবলিক টয়লেটের বিকল্প ব্যবস্থা হিসেবে মোবাইল টয়লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজধানীর ফার্মগেট এবং কারওয়ানবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল টয়লেট প্রয়োজন। এক্ষেত্রে সরকার ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।সভায় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় পাবলিক টয়লেটের বিকল্প হিসেবে মোবাইল টয়লেটের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে মিডিয়ার প্রতি আহ্বান জানানো হয়।
ঢাকায় অপ্রতুল পাবলিক টয়লেট, দুর্ভোগে ৫৫ লাখ মানুষ
October 24, 2016