একাত্তলাইভ ডেস্ক: গোল দিয়ে ওয়েডসন আনসেলমি ভিন্ন রকম এক ভঙ্গিমা করলেন। যেন বলতে চাইলেন, ‘গোল দিয়েছি, ম্যাচ এখানেই শেষ’! তবে ম্যাচের ৪২ মিনিটে শেখ জামাল ধানমন্ডির হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসনের ওই গোলেই শেষ হয়নি ম্যাচ। এরপর হয়েছে আরো পাঁচটি গোল। তবে দুই পরাশক্তির লড়াইয়ে জিতেনি কেউই, ৩-৩ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে দু’দল।সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি গড়ায় বিকাল সাড়ে ৪টায়। পয়েন্ট তালিকার প্রথম স্থানে থাকা শেখ জামাল ও তৃতীয় স্থানে থাকা আবাহনীর মধ্যে অনুমিতভাবেই হয়েছে জম্পেশ লড়াই। ম্যাচের মাত্র ৫৪ সেকন্ডেই যে লড়াইয়ের উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরোমাত্রায়। আবাহনীর ডিফেন্সের ভুলে বল পেয়ে যাওয়া শেখ জামালের ওয়েডসনের দারুণ ক্রস পোস্ট কাঁপিয়ে যায় বাইরে।তবে এই ওয়েডসনই করেছেন ম্যাচের প্রথম গোল। রাইট উইং থেকে উড়ে আসা বল হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন আবাহনীর তপু বর্মণ। তবে বল চলে যায় ওয়েডসনের পায়ে। উড়ন্ত বলেই শট নিয়ে গোল করেন হাইতিয়ান এই ফরোয়ার্ড।ম্যাচের ৪২ মিনিটে পাওয়া ওই গোল বেশি সময় ধরে রাখতে পারেনি শেখ জামাল। ম্যাচের ৪৪ মিনিটে প্রতিপক্ষের বক্সে জটলায় বল পেয়ে দারুণ শটে আবাহনীকে সমতায় ফেরান আতিকুর রহমান ফাহাদ। গোল করে আনন্দে ভাসা এই ফাহাদকে অবশ্য বিষাদের ছোঁয়া পেতে দেরি হয়নি বেশিক্ষণ! ম্যাচের ৪৮ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফাহাদ। রেফারির সাথে তর্কে জড়িয়ে আরেক হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।ম্যাচে তিন বিদেশি করেছেন চারটি গোল। শেখ জামালের হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন আনসেলমি দুটি ও গাম্বিয়িান ডারবো ল্যান্ডিং করেছেন একটি গোল। আবাহনীর ইংলিশ ফরোয়ার্ড লি টাক করেছেন আরেকটি গোল।প্রথমার্ধের শেষ দিকে আবাহনীর হেমন্তের শট বক্সের মধ্যে হাতে লাগে লিংকনের। পেনাল্টি থেকে নেয়া লি টাকের শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন শেখ জামালের গোলরক্ষক মাকসুদ। পেনাল্টি মিস করায় যেন আঁতে লাগে লি টাকের। আর তাতেই পরের মিনিটে হেমন্তের সাথে ওয়ান টু ওয়ান খেলে শেখ জামালের ডিফেন্সকে বোকা বানিয়ে আবাহনীকে এগিয়ে দেন দ্রুতগতির এই ফরোয়ার্ড।ম্যাচের ৪৮ মিনিটে ফাহাদ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরের মিনিটেই আবারও এগিয়ে যায় আবাহনী। জুয়েল রানার দারুণ ক্রস থেকে গোল করতে ভুল হয়নি সানডে চিজোবার।ম্যাচের প্রথম গোল করা ওয়েডসন করেছেন ম্যাচের শেষ গোলটি। ম্যাচের ৭৬ মিনিটের ওই গোলে এক পয়েন্ট নিশ্চিত হয় শেখ জামালের।এই ড্রয়ে পয়েন্ট তালিকায় ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে শেখ জামাল। অন্যদিকে রহমতগঞ্জকে টপকে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে ওঠে এসেছে আবাহনী।
ড্রয়ে শেষ রোমাঞ্চকর লড়াই

September 29, 2016