নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য ২১ জনকে দেওয়া হলো আজীবন সম্মাননা। গত সোমবার সন্ধ্যায় এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে শেষ হওয়া ডিজিটাল আইসিটি মেলায় এ সম্মাননা দেওয়া হয়। গুণীজনদের হাতে স্মারক তুলে দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন পিছিয়ে নেই। আমাদের সবাইকে এখন দেশের জন্য কাজ করতে হবে। গুণীজনদের অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁদের সর্ব চেষ্টার অবদানে আজ আইসিটি খাত একটি ভালো অবস্থানে এসেছে।’
কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহেসান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমাদের এই মেলার আয়োজন। যাঁরা আইসিটি খাতে বিশেষ অবদান রেখেছেন, তাঁদের ২১ জন গুণীজনকে সংবর্ধনা ও সম্মাননা দিয়ে নিজেদের ধন্য মনে করছি।’
আজীবন সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম (মরণোত্তর), আবদুল কাদের (মরণোত্তর), মোহাম্মদ আজিজুল হক, শেখ আবদুল আজিজ, সাইদ এম কামাল, সাজ্জাদ হোসেন, মোস্তাফা জব্বার, আফতাব-উল-ইসলাম, আবদুল্লাহ এইচ কাফী, মো. সবুর খান, এস এম ইকবাল, মো. ফয়েজউল্যাহ খান, এ এইচ এম মাহফুজুল আরিফ, আক্তারুজ্জামান মনজু, মাহাবুব জামান, এ এস এম আবদুল ফাত্তাহ, আহমেদ হাসান, মো. জহির উল ইসলাম, ভূঁইয়া মোহাম্মদ ইনাম ও পল্লব মোহাইমেন।