ডিওএসইচএস এর বাসা থেকে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

একাত্তরলাইভডেস্ক:ঢাকার বনানীতে ওল্ড ডিওএসইচএস এর বাসা থেকে অবসরপ্রাপ্ত এক সরকারি শিক্ষকের হাত-মুখ বাঁধা লাশ পাওয়া গেছে। আলী হোসেন (৬৮) নামে ওই শিক্ষকের দেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।ওল্ড ডিওএইচএসের ২ নম্বর রোডের ৫৩/এ নম্বর বাড়ি থেকে মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভাষানটেক থানার এসআই আসিফ ইকবাল। তিনি জানান, বাড়ির মালিক মালয়েশিয়ায় অবস্থান করায় আলী হোসেনকে বাড়িটি দেখাশুনার জন্য দিয়ে যান। এর আগে আলী হোসেন স্ত্রী ও এক ছেলেসহ মিরপুরের একটি বাসায় থাকতেন।এসআই আসিফ জানান, হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়। শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।আলী হোসেন সর্বশেষ রাজধানীর সোহরাওয়ার্দী কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। এর আগে বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছিলেন তিনি।এই ঘটনায় বিকাল পর্যন্ত থানা কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।