ডা. এম আর খান আর নেই

একাত্তরলাইভডেস্ক: বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক ডা. এম আর খান আর নেই। শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার বেলা ৩টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ৪টা ২৫ মিনিটে তিনি মারা যান।তার বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।ডা. এম আর খান সেন্ট্রাল হাসপাতালের প্রতিষ্ঠাতা। তিনি ওই হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার মরদেহ শনিবার রাত ৯টা পর্যন্ত হাসপাতালের কনফারেন্স রুমে রাখা হবে। রোববার সকাল সাড়ে ১০টায় সেন্ট্রাল হাসপাতালে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।