ঠিকমত নেতাদেরও চিনেন না, তারাও এমপি প্রার্থী !

মাহাবুবুর রহমান,কক্সবাজার
জাতিয় সংসদের সংরক্ষিত মহিলা আসন (৫০) এই আসনে ইতি মধ্যে কক্সবাজারের ২৩ জন নারী নেত্রী এমপি হওয়ার প্রত্যাশা মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দিয়েছেন। এই সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হলে গতকাল অনেক আওয়ামীলীগের নেত্রী প্রতিবেদককে ফোন করে জানান। এমপি প্রত্যাশিদের নাম তারা প্রথম শুনছেন।

যাদেরকে তারা কোন দিন রাজপথেতো দূরের কথা সামনা সামনি ও দেখিনি। আলাপ কালে বেশ কয়েকজন কক্সবাজারের মহিলা আওয়ামীলীগ কর্মী জানান,বিএনপি আমলে আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পুলিশের লাঠি পেটাখেয়েছি।

মামলা হামলার শিকার হয়েছি তারা তাদের মধ্যে অনেকে এমপি প্রার্থী হয়েছে এটা আমাদের জন্য ভাল। কিন্তু এমন অনেকের নাম শুনছি যাদের কোনদিনআমার চোখে দেখিনি,তারাও আমাদের চিনেনা। তারা জেলা আওয়ামীলীগের নেতা,উপজেলা কমিটির নেতা এমনকি কোন উপজেলা কমিটির নেত্রীদের নামও তারা জানেনা এটা আমরা নিশ্চিত।

সে জন্য আমরা বলতে চাই আগে রাজনীতি করুন তার পর দলীয় মনোনয়ন চাইলে ভাল হয়। পরে কক্সবাজারে মনোনয়ন প্রত্যাশি ৪ জনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের কাছে কক্সবাজার সদর,মহেশখালী,কুতুবদিয়া,উখিয়া,টেকনাফের উপজেলা মহিলা কমিটির নেত্রীদের নাম জানতে চাইলে কেউ বলতে পারিনি।

উল্লেখ্য ইতি মধ্যে ২৩ জন নারী নেত্রী এমপি প্রত্যাশি হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন এর মধ্যে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা

মোস্তাক,সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন,কেন্দ্রীয় তাঁতী লীগের কার্য নির্বাহী

সভাপতি সাধনা দাশ গুপ্তা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের আইন বিষয়ক উপ

কমিটির সদস্য এড,নাসরিন ছিদ্দিকা লীনা, জেলা যুব মহিলালীগের সভাপতি আয়েশা সিরাজ, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা

পরিষদ সদস্য তাহমিনা চৌধুরী লুনা, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি নাছিমা আক্তার বানু জেলা কৃষক লীগের সভাপতি রশিদ আহাম্মদের

মেয়ে সিটি কলেজের শিক্ষক অধাপিকা রোমেনা আক্তার,রামুর সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ অধ্যক্ষ মোস্তাক আহামদের মেয়ে রামু উপজেলা পরিষদের সাবেক

ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী,চকরিয়া পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজা আমজাদ, জেলা পরিষদের সদস্য মসরফা

জান্নাত,বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল আনিসউল মাওয়া, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার

বাপ্পী,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেত্রী ইসমত আর ইসমু,জেলা আওয়ামীলীগের সদস্য পেকুয়ার উম্মে কুলসুম মিনু,রামু যুব মহিলালীগের সাধারণ সম্পাদক

আফসানা জেসমিন পপি। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ব্যাংকার খাদিজা ফারজানা রিভা,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য জয়া জাহান চৌধুরী,

টেকনাফ পরিবার কল্যাণ পরিদর্শিকা মনোয়ারা বেগম মিনু,বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ জেলা সভাপতি নীলিমা আক্তার চৌধুরী,চকরিয়া উপজেলা

আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা,জেলা মহিলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ম ম আহাম্মদ।