ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ

একাত্তরলাইভডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন পোকাতি কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও দুর্গা মন্দিরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলা নারগুন পোকাতি দুর্গা মন্দিরে বৃহস্পতিবার রাতে হিন্দু সস্প্রদায়ের কীর্তন অনুষ্ঠিত হয়। শুক্রবার ভোরবেলা এলাকার লোকজন দেখতে পায় দুর্গা মন্দিরের ভেতর থেকে প্রতিমা নিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। মন্দিরের ভেতর একটি কিতাবও পুড়িয়েছে দুর্বৃত্তরা।পরে ওই এলাকার পাশের একটি কালি মন্দিরে গিয়ে দেখা যায় সেখানকার কালির মূর্তিও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।স্থানীয় লোকজন ঠাকুরগাঁও থানায় খবর দিলে পুলিশ সুপার ফারহাত আহম্মেদ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর এলাকার হিন্দু সস্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও শান্তিপূর্ণ এলাকা। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।পুলিশ সুপার ফারহাত আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই এলাকার মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের নাম পুলিশকে গোপনে জানানোর জন্য অনুরোধ করেন।ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, আমরা দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা করছি।