আন্তর্জাতিকডেস্ক:: দেশের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে ভোটগ্রহণ। মঙ্গলবার (৮ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টায় ভারমেন্টে ভোট প্রদানের মধ্য দিয়ে শুরু হয়েছে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা। এরপর একে একে দেশটির বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।আর সবার মতো প্রেসিডেন্ট পদের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পও তাদের নিজ নিজ ভোট প্রদান করেছেন ইতোমধ্যে। তবে ভোটকেন্দ্রে ভোটারদের কাছ থেকে ভিন্ন প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে তাদের। ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে সাদরে গ্রহণ করে নিয়েছেন তার ভোটকেন্দ্রের ভোটাররা। অন্যদিকে, নিজ ভোটকেন্দ্রেই ভোটারদের কাছ থেকে ভৎর্সনা ও উপহাস হজম করতে হয়েছে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে।হিলারি ও ট্রাম্প দু’জনই ভোট দিয়েছেন নিউইয়র্ক স্টেটে। সেখানকার চাপ্পাকোয়া এলাকায় নিজ বাড়ির পাশের কেন্দ্রে ভোট প্রদান করেছেন হিলারি ক্লিনটন। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। দু’জনকেই সাদরে অভ্যর্থনা জানিয়েছেন সেখানে উপস্থিত ভোটাররা। এ সময় হিলারির নামে জয়োধ্বনি দিয়েছেন তারা। তাদের সেই অভ্যর্থনার জবাব উষ্ণতা দিয়েই দিয়েছেন প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা হিলারি। স্থানীয় সময় সকাল ৮টার কিছু পরে ভোট প্রদান করেন হিলারি।এদিকে, ডোনাল্ড ট্রাম্প ভোট প্রদান করেছেন হিলারি ভোট দেওয়ার বেশ কয়েক ঘন্টা পর। তিনি ভোট দিয়েছেন নিউইয়র্কের ম্যানহাটান শহরে, তার বিখ্যাত ট্রাম্প টাওয়ারের পাশেই একটি ভোটকেন্দ্রে। স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়েই ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন ট্রাম্প। তবে সিক্রেট সার্ভিস সদস্যদের কঠোর পাহারার মধ্য দিয়ে ৬টি কালো গাড়ির বহর নিয়ে ভোটকেন্দ্রে হাজির হন তিনি। তাকে দেখা মাত্রই সেখানকার ভোটরা ব্যঙ্গ-বিদ্রুপ করতে শুরু করে বলে জানিয়েছে বেশ কিছু মার্কিন সংবাদ মাধ্যম। এমনকি ট্রাম্পকে সেখানে উপস্থিত হওয়ার আগে দুজন নারী উলঙ্গ শরীরের তার বিরুদ্ধে স্লোগান লিখে সেখানে হাজির হয়েছিল বলেও সংবাদ পাওয়া গিয়েছে। নিজ ভোটকেন্দ্রেই ভোটারদের এমন বিরুদ্ধাচারণে ট্রাম্পকে বেশ বিমর্ষই দেখা গেছে ভোট প্রদানের সময়।অবশ্য ম্যানহাটানের এই কেন্দ্রে রিপাবলিকান ট্রাম্পের ভাগ্যে এমনটাই ঘটা স্বাভাবিক। কারণ এই শহর হলো ডেমোক্রেটিক দলের ঘাঁটি। ২০১২ সালে সেখানকার ৮৪ শতাংশ ভোটার বারাক ওবামার পক্ষে ভোট দিয়েছিল।
ট্রাম্প কে দেখা মাত্রই ভোটরা ব্যঙ্গ-বিদ্রুপ, হিলারি কে সাদরে গ্রহণ
November 8, 2016