অনলাইন ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারে হতাশ হলেও, ভেঙে পড়ছেন না কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। তিনি আত্মবিশ্বাসী, ট্রফি নিয়েই ইডেনে ফিরবেন। দলের পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ।
শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হারলেও, রান রেট ভাল থাকায় তৃতীয় দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে কেকেআর। চ্যাম্পিয়ন হতে গেলে এলিমিনেটর, প্লে-অফ এবং ফাইনাল ম্যাচ জিততে হবে। কাজটা নিঃসন্দেহে কঠিন। তবে শাহরুখ আশাবাদী, তার দল এই কাজটা করে দেখাবে।
শনিবারই এবারের আইপিএলে ইডেনে শেষ ম্যাচ ছিল। দলের পাশে থাকার জন্য ইডেনের গ্যালারিতে ছিলেন শাহরুখ। কিন্তু তা সত্ত্বেও তার দল জয় পায়নি। তবে শাহরুখ দলের পাশেই আছেন।