টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবাবড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কেউ আটক হননি।

উপজেলার নাজিরপাড়ার গফুর প্রজেক্ট এলাকা থেকে শনিবার রাতে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার রাতে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার খবর পেয়ে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা সদর ইউনিয়নের নাজিরপাড়ার গফুর প্রজেক্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়; যার দাম আনুমানিক ৬ কোটি ৩০ লাখ টাকা।

ওই বিজিবি কর্মকর্তা আরও জানান, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরদফতরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বর্তন কর্মকর্তাদের সামনে এগুলো ধ্বংস করা হবে।