টেকনাফে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি
টেকনাফে হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়,৬জুন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহারছড়া পুলিশ শামলাপুর এলাকায় অভিযান চালিয়ে মুস্তাফিজুর রহমান হত্যা মামলার প্রধান আসামী স্থানীয় মৌলভী ফকির মোহাম্মদের পুত্র আবু বক্কর(৪০)কে আটক করেন। বাহারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মো: মাকসুদ আলম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত বক্করের বিরুদ্ধে হত্যাসহ আরো ৬টি মামলা রয়েছে। তাঁকে ঐসব মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।