মাহাবুবুর রহমান
মিয়ানমার হতে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য পালিয়ে আসা এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যু ঘটেছে। জানা যায়-১৯ডিসেম্বর সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফের হ্নীলা অনিবন্ধিত লেদা রোহিঙ্গা বস্তির এ-ব্লকের ১০৬নং রোমে মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার মাংগালার মৃত ছৈয়দুল আমিনের পুত্র গুলিবিদ্ধ মোঃ শাহ আলম (৪৫) ইন্তেকাল করেন। লেদা রোহিঙ্গা বস্তির চেয়ারম্যান ডাঃ দুদু মিয়া গুলিবিদ্ধ রোহিঙ্গার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত শাহ আলমের সঙ্গে আসা এক বোন ফাতেমা বেগম জানায় গত ১৮ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টারদিকে মিয়ানমার সেনাবাহিনী ও স্বশস্ত্র রাখাইন সন্ত্রাসীরা মাংগালা গ্রামটি ঘিরে ফেলে। লোকজন ভয়ে বাড়ির ভেতরে প্রাণরক্ষার্থে লুকিয়ে থাকে। তাদের বেরিয়ে আসতে বললে ভয়ে কেউ আসেনি। যৌথবাহিনী সামনের দিকে অগ্রসর হলে প্রাণ রক্ষার্থে শাহ আলম জঙ্গলের দিকে পালাতে চাইলে তারা গুলিবর্ষন করে। এসময় একটি বুলেট শাহ আলমের বাম হাত ঘেঁষেই পাজরে বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়ে। তারা দীর্ঘক্ষণ ঘিরে থাকায় চিকিৎসার জন্য কোথাও নিয়ে যেতে পারেনি। রাত গভীর হলে সেনাবাহিনী ও রাখাইন সন্ত্রাসীরা চলে গেলে শাহ আলমকে প্রাণে রক্ষার্থে একটি নৌকায় করে তারা ৪/৫জন দমদমিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে একটি সিএনজিযোগে লেদা এ-ব্লকের ১০৬নং রোমে বোন রমিদার বাড়িতে অবস্থান করে ডাক্তারের নিকট যাওয়ার প্রস্তুতিকালে মৃত্যুবরণ করেন। এই খবর নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা অবগত হলে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করে। উপ পুলিশ পরিদর্শক আব্দুল গোফরান গুলিবিদ্ধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৈনিক কক্সবাজারকে বলেন, সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনগত দিক বিবেচনা করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে এই কর্মকর্তা জানিয়েছেন।