মাহাবুবুর রহমান কক্সবাজার থেকে
টেকনাফে ২০১৬ সনের হালনাগাদকৃত ভোটারদের ছবি তোলার কাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২০ডিসেম্বর উপজেলা সার্ভার ষ্টেশনে ছবির কার্য্যক্রম শেষ হয়। নির্বাচন অফিস সুত্র জানায়, এবছর হালনাগাদে ১৬৭৮জন ভোটার নিবন্ধন ফরম জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি কর্তৃক যাচাই বাছাইয়ের পর ১৩২৭জন ভোটারের আবেদন গৃহীত হয়েছে। পৌরসভার ১৭৩জনসহ পুরো উপজেলায় ৩৫১জন ভোটারের আবেদন বাতিল করেছে বিশেষ কমিটি। দেখা গেছে, হোয়াইক্যং ইউনিয়নে ৫০জনের মধ্যে ৪৯জন, হ্নীলায় ১৯৭জনের মধ্যে ১৫৬জন, টেকনাফ সদরে ৬০৮জনের মধ্যে ৫০৭জন, পৌরসভায় ৫৪৮জনের ৩৭৫জন, বাহারছড়ায় ১৯জনের ১৬, সাবরাংয়ে ২০৭জনের মধ্যে ১৭৬জন ও সেন্টমার্টিনে ৪৯জনের মধ্যে ৪২জন ভোটারের আবেদন গৃহীত হয়েছে। গত ২৫নভেম্বর থেকে ১৫ডিসেম্বর নিবন্ধন ফরম বিতরণ করা হয়। ১৪-১৭ডিসেম্বর যাচাই বাছাই করা হয়। ১৭-২০ডিসেম্বর ছবি তোলা হয়েছে। নির্ভুল এবং স্বচ্ছভাবে এবছরের ভোটার হালনাগাদ কার্য্যক্রম শেষ হয়েছে জানিয়ে উপজেলা নির্বাচন অফিসার মো: নুরুল ইসলাম দৈনিক কক্সবাজারকে বলেন, আবেদনকারী ষ্টেশনে না থাকা, সনদ ত্রুুটি, বয়স, যাছাইকারীর স্বাক্ষর না থাকা, পাসপোর্ট এবং অন্যান্য জটিলতার কারণে বাতিলের সংখ্যা আরো বাড়তে পারে। জানতে চাইলে ভোটার হালনাগাদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিউল আলম দৈনিক কক্সবাজারকে বলেন, পুলিশ-বিজিবি-গোয়েন্দা সংস্থা, নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট চেয়ারম্যানগণের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটি নিখুঁতভাবে যাচাই বাছাই সম্পন্ন করে ছবি তোলা হয়েছে। মিয়ানমারের নাগরিক যেন অপকৌশলের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই জন্য বিশেষ কমিটি কঠোরতা অবলম্বন করেছে। তারপরও যদি কেউ ভোটার তালিকায় ঢুকে পড়ে তাও বাতিল করা হবে।