টেকনাফে ট্রাক-নোয়া সংঘর্ষে হেলপার নিহত

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে ট্রাক-নোয়া সংঘর্ষে নোয়ার হেলপার মো. ইসমাঈল (৩০) নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সদরের বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে। ইসমাঈল টেকনাফ উপজেলার শীলবনিয়া পাড়ার মো. নবী হোসেনের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, দূর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছে। সকালে ট্রাকটি জব্দ করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।