বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকী বলেছেন, মাননিয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার টুয়েন্টি ওয়ান মিশন বাস্তবায়নে স্ব স্ব উপজেলায় দ্বারিদ্র বিমোচনের জন্য এক হয়ে কাজ করে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত করতে বেলকুচি উপজেলার সাংবাদিকসহ জনগনের সহযোগিতা কামনা করেণ। তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস, যুঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দারাতে হবে। শিক্ষার প্রতি অবিভাবকদের স্বজাগ থাকার আহব্বান জানান।
বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ সব কথা বলেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, বেলকুচি থানার অফিসার ইনাচার্জ সাজ্জাদ হোসেন, বেলকুচি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন প্রধান শিক্ষক শাজাহান আলী, বেলকুচি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ গাজী নজরুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন পরিষদেও মেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, উপজেলা দুর্নিতি দমন পতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এম এ বাকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
নবাগত জেলা প্রশাসককে বেলকুচি উপজেলার প্রশাসন, রাজনিতীবিদ, প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংবর্ধণা জানায়। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংস্থার প্রতিনিধিসহ অনেকেই ফুলের শুভেচ্ছা জানান।
টুয়েন্টি ওয়ান মিশন বাস্তবায়নে বেলকুচি বাসির সহযোগিতা কামনা ডিসি কামরুন্নাহার সিদ্দিকী
