ক্রীড়া ডেস্ক: চলতি মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতায় নিজেদের ১১ ম্যাচের একটিতেও হারতে হয়নি ম্যানচেস্টার সিটিকে। ১০ ম্যাচে জয়ের পাশাপাশি একটিতে ড্র করে সিটিজেনরা। তবে ইংলিশ লিগে রোববার টটেনহামের বিপক্ষে লড়াইয়ে ২-০ ব্যবধানে হেরে গেছে পেপ গার্দিওলার দল।এ মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে টটেনহাম। গতকালসিটিজেনদের বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসে উঠেছে টটেনহাম। ৭ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে দলটি। সমান ম্যাচে তাদের চেয়ে এক পয়েণ্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে ম্যানসিটি।রোববার হোয়াইট হার্ট লেনে ম্যাচের প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় টটেনহাম। ম্যাচের ৯ মিনিটে কোলারভের আত্মঘাতী গোলে এগিয়ে যায় টটেনহাম। ড্যানি রোজের ক্রসে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন ম্যানসিটি ডিফেন্ডার কোলারভ। এরপর ম্যাচের ৩৭ মিনিটে ডেলে আলির গোলে নিজেদের ব্যবধান ২-০ করে স্বাগতিক টটেনহাম। সন হিউং মিনের রক্ষণচেরা পাসে আলির জোরালো শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি ক্লাওদিও ব্রাভো।প্রথমার্ধের এই দুই গোলের শোধ ম্যাচের শেষপর্যন্ত দিতে পারেনি ম্যানসিটি। একের পর এক আক্রমনে গোলের সুযোগ তৈরি করলেও টটেনহামের শক্তিশালী রক্ষণ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি সিটিজেনদের। ফলে ২-০ ব্যবধানের হার নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তাদের।
টানা জয়ের পর হারল গার্দিওলার সিটি

October 3, 2016