রিপন মিয়া টাঙ্গাইল ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া বাজার এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কাশেম শাহীন।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিদারুল ইসলাম জানান, ‘ঘাটাইল উপজেলার ধলা পাড়া বাজার এলাকায় স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে উপজেলার আওয়াম লীগের একটি গ্রুপ। একই এলাকায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু’র অনুসারীরা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে সমাবেশ আহ্বান করেন। এ অবস্থায় বিবাদমান দু’টি গ্রুপের মধ্যে যেকোনও ধরনের সংঘর্ষ ও অপ্রতিকর ঘটানা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।’গত ২৪ সেপ্টেম্বর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড চত্ত্বরে আওয়ামী লীগের দু’টি গ্রুপ সমাবেশ ডাকলে সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। গত ১৮ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়। এরপর থেকে ঘাটাইলের স্থানীয় আওয়ামী লীগের একটি গ্রুপ এমপি রানাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার ও ফাঁসির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। অপরদিকে এমপি রানার অনুসারীরা তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।