ঝড়ে উত্তর-দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ লাইন লণ্ডভণ্ড!

অনলাইন ডেস্ক:সোমবার রাতের ভয়াবহ ঝড়ে দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ লাইন লণ্ডভণ্ড হয়ে গেছে। ফলে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনেও দেখা দিয়েছে ক্রটি। আর সেই কারণে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সব বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে। তবে আজকের মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রধান প্রকৌশলী হাসান আলী তালুকদার।ঝড়ে গাছপালা ভেঙে পড়ায় জাতীয় গ্রিডের ঘোড়াশাল-সিরাজগঞ্জ ২৩০ কেভি সঞ্চালন লাইনে ক্রটি দেখা দেয়ায় এই ঘটনা ঘটেছে। পক্ষান্তরে দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় বৈশাখের খরতাপে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। বিদ্যুৎ নির্ভর কল কারখানাও বন্ধ রয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে বিকেলে নাগাদ সময় লাগতে পারে। খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল, রাজশাহী, খুলনা ও রংপুর জোনে বিদ্যুৎ সরবাহ বন্ধ রয়েছে। ফলে দেশের উত্তর ও দক্ষিণ জনপদের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এদিকে সোমবার রাতে কালবৈশাখী ঝড়ে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জে গাছপালা ও ঘর-বাড়ি ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। মারা গেছেন কয়েকজন।
অন্যদিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঘোড়াশাল বিদ্যুতকেন্দ্রটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় ওই অনঞ্চলে বিদ্যুৎ বন্ধ রয়েছে বলে জানা গেছে। তবে বিকেল সাড়ে ৩টা নাগাদ খুলনাসহ ২১ জেলার বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। তারা জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফল্ট করায় ওজোপাডিকোর ২১ জেলায় বিদ্যুৎ নেই। কাজ চলছে, পাওয়ার স্টোর হয়েছে। কিন্তু লোড নেয়নি। সব মিলিয়ে খুলনা ও বরিশাল অঞ্চলের ৪০ শতাংশ কাজ সম্পন্ন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিদ্যুৎ স্বাভাবিক হবে বলেও আশা করা যাচ্ছে।