আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের বুথফেরত জরিপে দেখা গেছে, বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সর্বোচ্চসংখ্যক আসন পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ফলে একটি ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগোচ্ছে যুক্তরাজ্য।
দেশটির সাধারণ নির্বাচন নিয়ে বিবিসির পূর্বাভাসে এমনটা বলা হয়েছে।
নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য লড়ছেন কনজারভেটিভ প্রধানমন্ত্রী টেরিজা মে ও লেবার নেতা জেরেমি করবিন।
বিবিসি তার পূর্বাভাসে বলছে, সাধারণ নির্বাচনে আসন ভাগাভাগিতে কনজারভেটিভ পাবে ৩১৮, লেবার পার্টি ২৬৭, লিবারেল ডেমোক্রেটস দল (লিবডেম) ১১টি ও স্কটিশ জাতীয়তাবাদী দল (এসএনপি) পাবে ৩২টি।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, এর আগের নির্বাচনে কনজারভেটিভ পার্টি ৩৩১টি আসন পেয়ে সরকার গঠন করে। কিন্তু এবার সেখান থেকে তাদের আসন সংখ্যা ১৫টি কমতে পারে। একই সঙ্গে লেবার পার্টি গতবার পেয়েছিল ২৬৭টি আসন। এবার তাদের সেই আসনের সঙ্গে আরো ৩৩টি আসন যোগ হতে পারে।
আর এটা হলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাবে কনজারভেটিভ পার্টি। সেই সঙ্গে সরকার গঠন করতে হলে যুক্তরাজ্যের বৃহৎ এই রাজনৈতিক দলটিকে অন্য কারো সঙ্গে জোট করতে হতে পারে।
যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে মোট ৬৫০টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬টি আসন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোররাত সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্রে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুরের দিকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হতে পারে।
এবারে ব্রিটিশ সাধারণ নির্বাচনে ভোট পড়েছে ৬৮ শতাংশ। প্রায় চার কোটি ৭০ লাখ মানুষ নিবন্ধিত ভোটার। ওয়েস্টমিনস্টার সংসদ হাউস অব কমন্সে ৬৫০ আসনে এমপি নির্বাচিত হচ্ছে।
বিদায়ী সংসদে কনজারভেটিভ দলের আসন ৩৩১টি, লেবার পার্টির ২২৯টি, স্কটিশ ন্যাশনালিস্টদের ৫৩টি এবং লিবারেল ডেমোক্রেটদের ৯টি। -সংবাদমাধ্যম