ঝিনাইদহ এখন বিএনপি শুন্য !

ঝিনাইদহপ্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই’শ জনের নামে মামলা করা হয়েছে। ইতিমধ্যে ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহবায়কসহ ৯ জনকে পুলিশ গ্রেফতার করেছে। মামলা রেকর্ড হওয়ার পর ঝিনাইদহ শহর বিএনপি শুন্য হয়ে পড়েছে। সাধারণ নেতাকর্মীদের মাঝে আতংক দেখা দিয়েছে।

উল্লেখ্য গত বুধবার ঝিনাইদহ পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির প্রনিধি সভায় হামলা ও ভাংচুরের ঘটনায় ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চান বাদী হয়ে জননিরাপত্তা আইনে এই মামলা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, গত বুধবার বিএনপির প্রতিনিধি সভায় হামলা চালিয়ে চেয়ার টেবিল, লাইট ও গ্লাস ভাংচুর করা হয়।

এ ঘটনায় পৌর কর্তৃপক্ষ বাদী হয়ে জননিরাপত্তা মামলা করেছেন। ঝিনাইদহ জেলা বিএনপির নেতা ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এড এম এ মজিদ অভিযোগ করেন, যারা হামলা চালালো তাদের নামে মামলা করা হয়নি। যারা শান্তি বজায় রেখে ঘরের মধ্যে সভা নিয়ে ব্যাস্ত ছিলেন তাদের আসামী করা দুরভিসন্ধি বলে তিনি মনে করেন।

এদিকে ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আননসহ ৯ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিএনপি অফিসে জররুী সভা করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন, ঝিনাইদহ কেসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন, ছাত্র নেতা সবুজ, মানিক, যুবদল নেতা হিমেল ও ইকবাল।