ঝিনাইদহ প্রতিনিধিঃ শনিবার সকালে ঝিনাইদহে ৪৫তম সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে দুপুর সাড়ে বারটায় স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্তর হতে র্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীন করে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্টিত হয়। জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, জেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার জাফর ইকবাল,নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সহকারী পুলিশ সুপার,এইড ফাউন্ডেশনের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর,বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগন।
ঝিনাইদহে ৪৫তম সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
November 5, 2016