ঝিনাইদহে হত্যা মামলা আসামী ইউপি সদস্য যুবলীগ নেতা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদরের ডাকবাংলা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার পর আব্দুল হালিম (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গোয়িন্দা পুলিশ আটকের দাবী করেছে। তার কাছ থেকে ১ টি নাইন এমএম পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।আব্দুল হালিম জেলার কোটচ্াদপুর উপজেলার দোড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বর ও লক্ষীপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি। ঝিনাইদহ ডিবি পুলিশের ভাষ্যমতে সোমবার সকাল ৯ টার দিকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে জেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান কালে আব্দুল আলিম নামের এক যুবককে আটক করে পুলিশ।
পরে তার দেহ তল্লাসী করে একটি নাইন এম এম পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হালিমের ভাই আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, গত বৃহস্পতিবার লক্ষিপুর বাজারে নিজের দোকান আল-আমিন সু স্টোরে বসে থাকা অবস্থায় সাদা পোশাকের লোকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়। সেই তেকে তিনি নিখোঁজ ছিলেন।