ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকূপার কবিরপুরে বুধবার সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শৈলকূপা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মালিতার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল হাই, বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুকবুল হোসেন, ডেপুটি কমান্ডার গোলাম রইচ। উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, শৈলকূপা জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিকাদার মোসারেফ হোসেন সোনা, শৈলকূপা পৌর মেয়র আশরাফুল আলম আজম, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা ,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুর নবী কালু, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সাকিল আহাম্মেদ প্রমুখ।
আলোচনা সভার আগে শৈলকূপা কবিরপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্ভোধন করেন সংসদ সদস্য মোঃ আব্দুল হাই। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান আজ এই সরকার দেশের অনেক উন্নতি করেছেন। মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের সান্তনা এই যে আমারা দেশের অনেক উন্নতি দেখে যেতে পারছি আমি নিজ হাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতি স্থাপন করতে পারলান। মাননীয় প্রধান মন্ত্রী দেশের নিজ অর্থায়নে পদ্মা সেতু শুরু করার কারনে আজ দেশে জাতীয় প্রবৃদ্ধির হার বেড়েছে। তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও তার নিজের জন্য সকলের নিকট দোয়া চান।