ঝিনাইদহ
বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে মঙ্গলবার ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা বিএনপি বিস্তারিত কর্মসুচি পালন করে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তেলনের মধ্য দিয়ে দিনের কর্মসুচি উদ্বোধন করা হয়। জেলা বিএনপির উদ্যোগে সন্ধ্যায় কুটুম কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলের আয়েজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে হরিণাকুন্ডু শহরে একশ দুস্থ মানুষকে ১০ কেজি করে চাল ও এক কেজি করে ডাল বিতরণ করেন হরিণাকুন্ডু উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা এড এম এ মজিদ। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে থানাপাড়া কার্যালয়ে এক আলোচনা সভা হামিদুল ইসামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহবুবার রহমান, আবুল কালাম আজাদ, গোলাম রব্বানী, যুবদল নেতা শহিদুল ইসলাম ও মাহবুব মিলন প্রমুখ। জেলার কোটচাঁদপুর, মহেশপুর ও শৈলকুপায়ও দিবসটি যথাযথা মর্যাদার সাথে পালিত হয়েছে।