ঝিনাইদহে নৌকা প্রার্থী আলী হোসেন অপু ও নাসির চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঝিনাইদহের কালীগঞ্জের সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ২ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিমলা রোকনপুর ইউপিতে ১ জন ও রায়গ্রাম ইউপিতে ৪ জনসহ মোট ২ ইউপিতে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।এদের মধ্যে ৭ নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী আলী হোসেন অপু ৯২৬৬ ভোট পেয়ে বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী মসিউর রহমান পেয়েছেন ২৬১৫ ভোট।একই ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম (আনারস) প্রতিকে পেয়েছেন ১৩৮৯ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আনোয়ার হোসেন (হাতপাখা) প্রতিকে পেয়েছেন ৭২১ ভোট।অপরদিকে ৫ নং সিমলা-রোকনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী নাসির উদ্দীন। ওই ইউনিয়নে অন্য কোন প্রার্থী না থাকায় তিনি আগেই বিনাপ্রতিন্দ্বতায় বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। এ ইউনিয়নে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচন রিটানিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রায়গ্রাম ও সিমলা-রোকনপুর ২ টি ইউপিতেই আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী আলী হোসেন অপু ও নাসির চৌধুরী চেয়ারম্যান হিসেবে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।উল্লেখ্য, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ২০ টি কেন্দ্রে ৫ জন ম্যাজিস্ট্রেট, সাড়ে ৩শ পুলিশ সদস্য,৪ টি স্ট্রাইকিং ফোর্স, ৭ টি মোবাইল টিম ছাড়াও র‌্যাব ও বিজিবি সদস্যরা সার্বক্ষনিক টহলে ছিল।