ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলা মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছী মুক্তাঙ্গন আবাসন প্রকল্পের ভূমিহীনদের মাঝে কবুলাত দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩০ জন ভূমিহীনদের মাঝে এ দলিল হস্তান্তর করা হয়।
সেসময় খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উসমান গনি উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলাকে ভিক্ষুকমুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনবার্সনের অগ্রগতি ইনোভেশন অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শণ করেন বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ।