ঝিনাইদহে দলিল হস্তান্তর হল ভূমিহীনদের মাঝে

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলা মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছী মুক্তাঙ্গন আবাসন প্রকল্পের ভূমিহীনদের মাঝে কবুলাত দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩০ জন ভূমিহীনদের মাঝে এ দলিল হস্তান্তর করা হয়।

সেসময় খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উসমান গনি উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলাকে ভিক্ষুকমুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনবার্সনের অগ্রগতি ইনোভেশন অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শণ করেন বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ।