ঝিনাইদহে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে সুকেশ চৌধুরী (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। শুক্রবার রাত ৮টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের গোয়ালপাড়া বাজারে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত সুকেশ চৌধুরী ঝিনাইদহ শহরের কলাবাগানের শ্রীকান্ত চৌধুরীর পুত্র।

ঝিনাইদহ সদর থানার এএসআই মোখলেছুর রহমান জানান, রাতে নসিমন যোগে ঝিনাইদহ শহরের দিকে ফিরছিলেন সুকেশ চৌধুরী। পথিমধ্যে মাগুরাগামী একটি ট্রাকের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়না তদন্তের জন্য নিহতের লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।