প্রতিনিধি ঝিনাইদহঃ
ঝিনাইদহে ট্রাক চাঁপায় মির্জা শামসুর রহমান নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মির্জা শামছুর রহমান ঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার মির্জা সিরাজুল হকের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রবীর কুমার বিশ্বাস জানায়, দুপুরে ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার বাসিন্দা মির্জা শামসুর রহমান মোটর সাইকেল যোগে কালীগঞ্জ থেকে ঝিনাইদহে আসছিল।
পথে খড়িখালী নামক স্থানে পৌঁছালে পিছন দিক আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।