ঝিনাইদহে এমপির পিএস কর্তৃক গণপূর্ত অফিস ভাংচুর

ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহ সদর এমপি তাহজীব আলম সিদ্দিকী সমির পিএসের নেতৃত্বে গণপূর্ত অফিসে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এ সময় অফিসের অফিস সহকারী রাশিদা সুলতানা, পিয়ন সাগর ও জীবনকে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় গণপূর্ত বিভাগের অফিস সহকারি রাশিদা সুলতানা বাদি হয়ে কামাল, আশরাফ সহ প্রায় ৭/৮ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ঝিনাইদহ সদর এমপির পিএস হিসাবে পরিচিত কামাল ও আশরাফের নেতৃত্বে প্রায় ৭/৮ জনের একটি বহিরাগত দল গণপূর্ত অফিসে প্রবেশ করে। এ সময় তারা অফিসের টেন্ডার রেজিস্ট্রেশনের খাতা দেখতে চায়। খাতা নির্বাহী প্রধানের আদেশ ছাড়া দিতে অপারগতা জানালে কামাল অকথ্য ভাষায় গালিগালাজ করে।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অফিস সহকারী রাশিদা সুলতানা, জীবন ও সাগরকে অফিসের ভিতর থেকে গলা ধাক্কা দেয় এবং মারধর করে। অফিসে থাকা আলমারি ও শোকেচ ভাঙার চেষ্টা চালায়। অফিসের মধ্যে চরম আতংক সৃষ্টি করে চলে যায়। তবে এ ব্যাপারে কামালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ভাংচুর ও লাঞ্চিতর ঘটনা অস্বীকার করে জানান,এখানে ১২ কোটি টেন্ডার গোপন করা হয়েছে। অফিস সহকারী রাশিদা সুলতানার স্বামী রিপনের নামে কাজ দেওয়া হয়েছে। এ ঘটনায় তার কাছে আমরা জানতে গিয়েছিলাম।