ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে রাতের অন্ধকারে একব্যক্তির ৫০ শতক জমির লাউগাছ কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। কোটচাঁদপুর উপজেলার নারান বাড়ীয়া গ্রামের মৃত ইসাহাক আলী বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর আলম উজ¦ল এ প্রতিবেদককে জানান, তিনি পাশ্ববর্তী পাশপাতিলা গ্রামের ইক্ষু ক্রয় কেন্দ্রের সাথে ৫০ শতক জমিতে লাউ-এর চাষ করেন।
ইতিমধ্যে লাউগাছে প্রচুর পরিমানে লাউ ধরা শুরু হয়েছে। প্রতিদিন সকালে আড়াই’শ থেকে তিন’শটি লাউ হাটে নিয়ে বিক্রি করছেন তিনি। অথচ বুধবার সকালে জমি মালিক উজ¦ল লাউ তুলতে গেলে তিনি দেখেন কে বা কারা তার লাউ গাছ কেটে সাবাড় করে দিয়েছে।
উজ¦ল সাংবাদিককে জানান, আগামী ১ মাসের মধ্যে এই লাউগাছ থেকে লাউ বিক্রি করে কমপক্ষে এক লাখ টাকা রোজগার করতে পারতেন। কিন্তু সেটা হতে দিলনা মানুষ রুপি পশুরা।
তিনি আরো বলেন, আমার সাথে কারুর শত্রুতা নেই। তবে লাউ গাছের সাথে কিসের শত্রুতা। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় নাম উল্লেখ না করে উজ¦ল বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলা নং- ৩৬২, তারিখ ৯/১১/১৬। থানা অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ কবির বলেন, অভিযোগ পেয়েছি, যারা রাতের আধারে এমন অপরাধ মূলক কাজটি করেছে তাদের সনাক্তের কাজ চলছে।