ঝিনাইদহে অাওয়ামী মহিলালীগের কর্মী সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী মহিলা লীগের উদ্যোগে সোমবার দুপুরে পৌর ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী মহিল লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নুরজাহান বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদা, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক শিখা চক্রবর্তী, ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক লিপি বেগম, উত্তরের বনানী থানার সহ-সভাপতি মরিয়ম বিনতে হুসাইন খেয়া।
জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম এর পরিচালনায় সেসময় জেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা, ২০১৯ সালের নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য তৃণমুল পর্যায়ের মহিলা লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।