প্রতিনিধিঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ার ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ‘অপারেশন সাউথ প’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সোয়া ৯টা থেকে শুরু হওয়া ওই অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় বেলা ২টায়। প্রায় ৪ ঘণ্টা ৪৫ মিনিটব্যাপী চলা এ অভিযানে ওই ‘জঙ্গি আস্তানা’ থেকে বিস্ফোরক তৈরির রাসায়নিক ভর্তি ২০টি ড্রাম, একটি সেভেন পয়েন্ট সিক্স বোরের পিস্তল, একটা ম্যাগজিন, সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।
‘অপারশেন সাউথ প’র সমাপ্তি ঘোষণাকালে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
ঠনঠনেপাড়ার ওই বাড়িটি শুক্রবার সন্ধ্যা থেকে ঘিরে রেখেছিল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার সকালে সেখানে ‘অপারেশন সাউথ প’ শুরু করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। সিটিটিসির ৩০ জন এবং খুলনা রেঞ্জের পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০০ সদস্য এই অভিযানে অংশ নেন।
অস্ত্র, বিস্ফোরকসহ বাড়ির ভেতর থেকে ১৫টি জিহাদি বইও উদ্ধার করা হয়েছে। ঠনঠনেপাড়ায় ওই বাড়ির আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে বলে জানিয়েছেন ঝিনাইদহর জেলা প্রশাসক মাহবুব আহমেদ তালকুদার।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি দিদার আহমেদ শনিবার ভোর ৬টা পর্যন্ত অভিযান স্থগিত করার কথা জানিয়েছিলেন। পরে শনিবার সকাল ৯টার দিকে অভিযান ফের শুরু হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানিয়েছেন, ঠনঠনেপাড়ায় ওই বাড়ির আশপাশের এলাকায় চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। এলাকাবাসীকে বাইরে বের না হতে সতর্ক করে মাইকিং করা হয়েছে।
শুক্রবার রাতের প্রেস ব্রিফিংয়ে ডিআইজি দিদার আহম্মদ বলেছিলেন, শুক্রবার বিকাল ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আব্দুল্লাহর বাড়িকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখে পুলিশ। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। যদিও কাউকে পাওয়া যায়নি। তবে বাড়ির মালিক আব্দুল্লাহ এ ঘটনার সঙ্গে জড়িত। সে জেএমবির সদস্য। আব্দুল্লাহ পাঁচ বছর আগে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।