ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কনক কান্তি দাস বলেছেন, তিনি ঝিনাইদহ জেলার ৬ টি উপজেলা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যের বাড়ি যাওয়ার রাস্তা পাকা করে দেবেন। তিনি দায়িত্ব নেওয়ার পর যত দ্রুত সম্ভব এ কাজ করবেন। সোমবার ঝিনাইদহ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ওই ঘোষণা দেন কনক কান্তি দাস। তিনি আরও বলেন, নির্বাচনে অনেকে তাঁকে ভোট দেননি, তাঁরা ইতিমধ্যে সমাজের কাছে চিহ্নিত হয়ে গেছেন। তবে তিনি কোনো ভেদাভেদ করবেন না। সবাই তাঁকে ভোট দিয়েছেন, এই ভেবে কাজ করে যাবেন। শহর সুন্দর করতে সড়কের পাশে জায়গা বরাদ্দ দেওয়া হবে না। এমনকি যেগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে নতুন করে চিন্তা করা হবে।
ঝিনাইদহ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কনক কান্তি দাস বলেন, জেলা পরিষদ হবে কমিশনমুক্ত (ঘুষ) পরিষদ। তাঁর ক্ষমতাকালে জেলা পরিষদের কোনো কাজে কমিশন নেওয়া হবে না। ঠিকাদারেরা যেন অফিসে ভিড় না করেন, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। বিকেলে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় দুজন ইউপি চেয়ারম্যান, কয়েকজন সদস্য ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহের নবনির্বাচিত কনক কান্তি দাসের ৬ উপজেলায় পাকা রাস্তা করার প্রতিশ্রতি
