ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান অপহৃত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান খান সকালে হাঁটতে বের হয়ে অপহৃত হয়েছেন।
মঙ্গলবার সকালে হাঁটতে বের হলে তাকে কে বা কারা একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যদের অভিযােগ। এ ঘটনায় থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি নেয়নি বলেও অভিযোগ করেছে আজিজুর রহমান খানের ভাতিজা খমিনুর রহমান খান।
এ ব্যাপারে ঝিনাইদহে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বিষয়টির খোঁজ-খবর নেয়া হচ্ছে। আগে ভালভাবে খোঁজ-খবর নিই। পরে জিডি নেয়া হবে।