ঝিনাইদহের কালীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘এসো মানুষের কল্যাণে’ শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। বন্ধন নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে শুক্রবার দুপুর ১২ টার দিকে এ বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রদান অনুষ্ঠানের শুরুতে উপজেলার মোবারকগঞ্জ চিনিকল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, চিনিকলের জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস, বন্ধন সংগঠনের সভাপতি বি এম নাজিম মাহমুদ সহ শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্তিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদেরকে যথাযথ ভাবে লালন পালন করে বড় করে তুলতে হবে। যাতে করে তারা আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন স্কুলের ২১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। প্রতি শিক্ষার্থীকে ১ টি করে ডিকশনারি ও নগদ এক হাজার টাকা প্রদান করা হয়।