একাত্তরলাইভডেস্ক: শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে এক গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামের সুন্নত আলীর স্ত্রী আয়তুন্নেছা (৪৫) এবং পাশের দুধনই গ্রামের আব্দুল হাই (৫০) ও কালা জহুরুল (৫৫) নামে দুই কৃষক।এ সময় বন্যহাতির তা-বে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে একদল বন্যহাতি মাঠের ধান ক্ষেতে আসে। এ সময় গ্রামবাসী বন্যহাতি তাড়াতে মশাল জ্বালিয়ে লাঠিসোটা নিয়ে হাতির দলকে তাড়া করে। বন্যহাতির দল গ্রামবাসীর তাড়া খেয়ে আরো বেপরোয়া হয়ে পানবর ও গুরুচরণ দুধনই গ্রামের ঘরবাড়িতে তা-ব চালিয়ে ভাঙচুর চালায়। একপর্যায়ে হাতির আক্রমণে উল্লিখিত তিনজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়।ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় বাসিন্দাদের নিয়ে বন্যহাতির তা-ব মোকাবেলা না করতে পারায় শেরপুর থেকে দমকল বাহিনীকে তলব করা হয়েছে। হাতির দল আবার হামলা চালাতে পারে বলে সীমান্তের গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে।
ঝিনাইগাতীতে হাতির আক্রমণে নিহত ৩

October 14, 2016