একাত্তলাইভ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে রংপুর জেলার কাউন্সিলর হিসেবে যোগ দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দপ্তর উপ-কমিটির রংপুর বিভাগীয় সভায় তিনি এ সব কথা বলেন।হানিফ বলেন, ইতোমধ্যে রংপুর জেলা আওয়ামী লীগ থেকে জয়কে কাউন্সিলর করে দপ্তরে তালিকা পাঠানো হয়েছে। রংপুরের সন্তান হিসেবে তিনি আগামী কাউন্সিলে অংশ নেবেন। ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি জয়কে রংপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়।সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী খাদিজা বেগমের ওপর হামলার বিষয়ে হানিফ বলেন, ‘এই ঘটনায় যিনি জড়িত ছিলেন, সেই বদরুলকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেশবাসীকে বলতে চাই, অপরাধী যে-ই হোক, তিনি ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল কিংবা যুবদলের কি না- এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। অপরাধী অপরাধীই। অপরাধীদের অন্য পরিচয় থাকতে পারে না। তাকে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে না পারে, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে।’সভাপতির বক্তব্যে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘রংপুর বিভাগের নয়টি সাংগঠনিক জেলা রয়েছে। গাইবান্ধা বাদে অন্য সব জেলার কাউন্সিলরদের তালিকা দিয়েছে। এগুলো নিয়ে আরও বসব। কেউ বাদ পড়েছে কি না, ইত্যাদি খুঁটিনাটি বিষয়ে আলোচনা হবে। এই কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত নয়। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এটা চূড়ান্ত হবে।’ সভায় আরও বক্তব্য দেন সম্মেলনের দপ্তর উপ-কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের, দপ্তর উপ-কমিটির সদস্য আবদুল মান্নান, এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, মাহমুদ হাসান রিপন প্রমুখ।
জয় কাউন্সিলর হিসেবে সম্মেলনে যোগ দেবেন

October 6, 2016