জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, পুলিশ আহত

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহেল হোসেন (২৫) নামে জয়পুরহাট চিনিকলের এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও এতে জয়পুরহাট সদর ট্রাফিক পুলিশের সহকারি উপ-পরিদর্শক (টিএএসআই) রেজাউল করিম (২৮) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল জয়পুরহাট শহরের সওদাগরপাড়া মহল্লার শফির উদ্দিন মণ্ডলের ছেলে।

জয়পুরহাট সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, সোহেল ও রেজাউল একই মোটরসাইকেল যোগে হিলির দিকে যাচ্ছিলেন। পথে কোরো ভারী মোটরযানের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে কি ধরনের মোটরযান তা এখনো জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত পুলিশ কর্মকর্তা রেজাউলের অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।