জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রামে নিজ বাড়িতে মুরগীর খামারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ হোসেন নামের একজন নিহত হয়েছে। আরিফ হোসেনকে বাঁচাতে গিয়ে তার মা ছাফিয়া বেগম এবং ভাতিজা সৈকত মারাতœক আহত হয়েছে। নিহত আরিফ হোসেন ওই গ্রামের আজিজার রহমানের ছেলে।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান চৌধুরী জানান, মঙ্গলাবার রাত ৯টার দিকে আরিফ তার নিজ বাড়িতে মুরগীর খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। এসময় তার মা ছাফিয়া বেগম এবং ভাতিজা সৈকত তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুতের তারে জড়িয়ে মারাতœক আহত হয়। পরে প্রতিবেশীরা নিহত ও আহতদের উদ্ধার করে। আহতরা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে চিকিৎসাধীন রয়েছে।