জেলা প্রশাসক বেলকুচির বিভিন্ন দফতর পরিদর্শন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকী বেলকুচি উপজেলার বিভিন্ন দফতর ও উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে বেলকুচি পৌরসভা, ফায়ার সার্ভিস, ডিজাইন ইনষ্টিউট, ভ্যাটেনারী কলেজ, মৎস্য ডিপ্লোমা ইনষ্টিউট, এনায়েতপুর থানার সদিয়া চাদপুর ইউনিয়ন পরিষদ ও খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেন ও  বিভিন্ন উন্নয়ণ মূলক কাজের খোজখবর নেন। এসময় বিভিন্ন দফতরে অনুপস্থিতি কর্মকর্তা-কর্মচারীদের শতর্ক করেন ও স্ব-স্ব কর্মকর্তা- কর্মচারী নিজ নিজ কাজ দায়িত্ব সহকারে পালনের জন্য নির্দেশ প্রদান করেন। এসময় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান, পৌর প্যানেল মেয়র ইকবাল রানা, ফায়ার সার্ভিস অফিসের ডিএডি আব্দুল হামিদসহ স্ব স্ব প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।