শাহ্ আলম শফি, বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুধবার জেলা পরিষদ নির্বাচন। কুমিল্লার ১০নং ওয়ার্ডে সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিরামহীন ভাবে প্রচারণা শেষে অপেক্ষা এখন ভোটের। এ ওয়ার্ডে ভোটের সংখ্যা ১৫১। বেশির ভাগ ভোটার বি,এন,পির সমর্থিত হলেও নেই বি,এন,পির কোন প্রার্থী। ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জনই আওয়ামীলীগের সক্রিয় নেতাকর্মী। ১ জন সদ্য পদত্যাগকারী উপজেলা ছাত্রদলের সেক্রেটারী। ১ জন জাসদ ইনু। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সোহেল ছামাদ (ঘুড়ি) জসিম উদ্দিন (হাতী), সাংবাদিক জাহিদ হাসান (বেহালা), মফিজুল ইসলাম (তালা), মিজানুর রহমান (টিউবওয়েল), কামাল হোসেন (সি,এন,জি), মোখলেছুর রহমান (সিলিং ফ্যান), খিজির হায়াৎ (উট পাখি) মার্কা নিয়ে লড়ছে। এদের মধ্যে সাংবাদিক জাহিদ হাসান, সোহেল ছামাদ, জসিম উদ্দিনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে। উপজেলা পরিষদ মিলনায়তনে আজ নির্বাচন অনুষ্ঠিত হবে। অত্যন্ত পরিচ্ছন্ন ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন হইয়াছে বলে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর নাহার নাজীম জানায়।