জেলা পরিষদের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানালেন খেলা ঘর ফরিদপুর

কে. এম. রুবেল, ফরিদপুর:
ফরিদপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়াম্যান মো. লোকমান হোসেন মৃধাকে ফুলদিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খেলা ঘর ফরিদপুর শাখার নেতৃবৃন্দ। শনিবার সকালে শহরের মাষ্টার কলোনীর বাসায় গিয়ে খেলা ঘরের নেতৃবৃন্দ চেয়াম্যান মো. লোকমান হোসেন মৃধাকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, খেলা ঘর ফরিদপুর শাখার সভাপতি আলতাফ মাহমুদ, সহ-সভাপতি আলেয়া হক, প্রচার সম্পাদক সামচুল ইসলাম মিরান, দপ্তর সম্পাদক খোকন বিশ্বাস, সূর্যসাথী খেলা ঘরের সাধারণ সম্পাদক আক্তার জাহান ববিসহ খেলা ঘরের শিশু সদস্যরা।