জেলা‌ প‌রিষ‌দ নির্বাচ‌ন : সংশ‌য়ে বিএন‌পি জোট

একাত্তরলাইভডেস্ক: বর্তমান নির্বাচন ক‌মিশ‌নের অধী‌নে জেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করে‌ছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জো‌টের সমন্বয়ক  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।জেলা প‌রিষদ নির্বাচ‌নে বিএন‌পি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অংশ নেবে কি না-সে বিষ‌য়ে জো‌টের শীর্ষ নেতারা বৈঠ‌কে সিদ্ধান্ত নে‌বেন ব‌লেও জানান বিএনপির মহাসচিব।রোববার দুপু‌রে রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জো‌টের মহাস‌চিব পর্যা‌য়ে বৈঠক শে‌ষে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এসব কথা ব‌লেন।