মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মাশাখোলা এলাকায় জেএসসি পরীক্ষায় ফেল করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক ছাত্রী।
বৃহস্পতিবার দুপুরে পরীক্ষায় ফেল করার খবর শুনে গলায় ফাঁস দেয় আসমা আক্তার (১৪)। সে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মাশাখোলা গ্রামের ভ্যান চালক আ. বাসেরের মেয়ে।
শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, আসমা এ বছর মজিদপুর দয়হাটা কেসি ইনস্টিটিউশন থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। অভাবের সংসারে লেখাপড়া করে পাস না করার বিষয়টি আসমা গ্রহণ করতে পারেনি।
মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মো. মনির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহটি শ্রীনগর থানায় নিয়ে আসে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।