জীবিত নবজাতককে মৃত্যুসনদ দিল হাসপাতাল!

একাত্তলাইভ ডেস্ক: চট্টগ্রামে চিকিৎসকরা এক নবজাতকের মৃত্যুসনদ (ডেথ সার্টিফিকেট) দিয়ে লাশ প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে শিশুটির মাকে দিয়েছেন।কিন্তু নবজাতকের মা সন্তানের মুখ দেখতে চাইলেন। প্যাকেট খুলে দেখেন তার সন্তান বেঁচে আছে। ওই নবজাতকের মায়ের নাম ডা. রিদওয়ানা কাউসার তুষার। তিনিও পেশায় একজন চিকিৎসক।সোমবার গভীর রাতে নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত অভিজাত হাসপাতাল সিএসসিআর-এ এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে চাইল্ড কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে।এদিকে জীবিত শিশুকে ডেথ সার্টিফিকেট দিয়ে প্লাস্টিকের প্যাকেট বন্দি করে মায়ের কাছে ফেরত দেওয়ার ঘটনায় চট্টগ্রামে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।ডা. রিদুয়ানা অভিযোগ করেন, ‘সিএসসিআর হাসপাতালে আমার নবজাতক জন্ম নেওয়ার ২ ঘণ্টা পর শিশুটিকে মৃত বলে তারা ডেথ সার্টিফিকেট দেন। একইসঙ্গে একটি স্কচটেপে মোড়ানো প্যাকেটে শিশুটিকে আমার কাছে এনে দেন। প্রথমে আমি প্যাকেটটি খুলে দেখতে চাইলে হাসপাতালের লোকজন আমাকে বাধা দেন। পরে আমি অনেকটা জোর করে প্যাকেট খুলে আমার বাচ্চাকে জীবিত দেখতে পাই।’তিনি আরো জানান,  সিএসসিআর-এর পাশের চাইল্ড কেয়ার হাসপাতালে তার সন্তানকে ওয়ার্মারে রাখা হয়।চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালের মেডিক্যাল অফিসার তানভির জাফর জীবিত শিশুকে মৃত বলে ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা অস্বীকার করেন। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ডেথ সার্টিফিকেট প্রতিবেদকের হাতে আছে জানালে তিনি সংযোগ কেটে দেন। এর পর তাকে আর মোবাইল ফোনে পাওয়া যায়নি।