নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্ট ও জাল ভিসা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করা হয়েছে।
র্যাব গণমাধ্যম শাখা থেকে পাঠানো এসএমএসে বুধবার এ তথ্য জানানো হয়।
র্যাবের তথ্যমতে, আটক হওয়া ব্যক্তিরা আন্তর্জাতিক মানবপাচারকারী ও জিম্মিকারী দলের সদস্য। তাদের কাছ থেকে ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।