জার্মান ছাত্রলীগ এর প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন

জাকির হোসেন সুমন,  ইতালী
বাংলাদেশ ছাত্রলীগ  এর প্রতিষ্ঠাবার্ষিকীর ৬৯ বছর  উপলক্ষে প্রবাসে জার্মান ছাত্রলীগ   বার্লিন এর  কেন্দ্রীয় রেলস্টেশন এর একটি হলে  বাংলাদেশ ছাত্রলীগ এর প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করে।  জার্মান ছাত্রলীগ এর সভাপতি দেওয়ান আরেফিন টিপু এর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক  আশফাক হোসেন নিশাত বাপ্পী এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও ছাত্রলীগ এর দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, সাবেক ভিপি , ছাত্রনেতা  শেখ বাদল আহমেদ , বিশেষ অতিথি ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগ এর সভাপতি ইকবাল হোসেন মিঠু , জার্মান আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক রেজাউল করিম শহীদ ও প্রধান বক্তা ছিলেন  ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক , ঢামেকসু এর সাবেক ভিপি  ,  একসময়ের   প্রথিতযশা ছাত্রনেতা ড. বিদ্যুৎ বড়ুয়া।  এছাড়া মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য দেন জার্মান আওয়ামী লীগ এর সভাপতি  এ কে এম বশিরুল আলম  চৌধুরী সাবু , বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম , বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি  সাইফুর রহমান সোহাগ , সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। বক্তারা বলেন জাতির জনকের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ এর ইতিহাস মানে বাঙালির ইতিহাস।  বঙ্গবনধু এর  কাঙ্খিত সোনারবাংলা বিনির্মানে বর্তমান সময়ে বাংলা ও বাঙালির চিন্তা ও কল্যাণের অধীশ্বর  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।  নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গঠনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আগামী দিনে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া আরো বক্তব্য করেন রাকিব তারেক ,সাদ্দাম উল্লাহ আশিক , হুমাইরা এদিব খান , ফয়সাল  আমান পাপপূ , মেরাজুল ইসলাম অনিক , কাজী এমাম আজাদ  রিদয় ,সেজান মাহমুদ , নূর ই জান্নাত শোঃ প্রমুখ।  অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।