জামালপুরে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়িতে হতাশায় গলায় ফাঁস দিয়ে নাজিম উদ্দিন (৭০) নামে এক মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত রিয়াজ মাস্টারের ছেলে।
স্থানীয় ও মুক্তিযোদ্ধার পারিবারিক সূত্র জানায়, নাজিম উদ্দিনের ছেলে মাহবুব বাইরে গিয়ে তার বাবাকে পার্শ্ববর্তী আমগাছের সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পান। রাতেই এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। পরে আজ বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত নাজিম উদ্দিনের ছোট স্ত্রী কাজলী বেগম জানান, পারিবারিক অস্বচ্ছলতার কারণে তিনি ঢাকায় কাজ করতেন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। তবে তার স্বামী কিভাবে মারা গেলেন তা বুঝতে না পারলেও পারিবারিক বেশকিছু সমস্যা ছিল বলে তিনি জানান।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোফাজ্জল হোসেন বলেন, নিহত মুক্তিযোদ্ধা হতাশায় ভুগতেন, সে কারণেই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে ।
সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান বলেন, মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছে বলে প্রমান পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আল-মামুন জানান, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।